দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রশি নিয়ে ফাঁসি-ফাঁসি খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে জামালপুরের সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে গতকাল সোমবার বিকেলে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে গতকাল সোমবার বিকেলে রশি নিয়ে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে ফাঁস লেগে অনিক (৭) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। নিহত অনিক লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারি দক্ষিণপাড়া গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে। সে বারুয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পেছনে একটি ঘরের চালের সঙ্গে রশি বেঁধে অনিকসহ কয়েকজন শিশু ফাঁসি ফাঁসি খেলছিল। এই সময় দুর্ঘটনাবশত রশির সঙ্গে ফাঁস লেগে অনিক ঝুলে পড়ে। এতে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এই ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পরিবারের পক্ষ হতে কোনো অভিযোগ করা হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গলায় রশি নিয়ে আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া নাটক ও সিনেমায় আত্মহত্যার ঘটনা অনেক সময় দেখানো হয়ে থাকে। কোমলমতি শিশুরা এসব দেখে নানাভাবে প্রভাবিত হচ্ছে।