দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ রবিবার, ১৬ নভেম্বর ২০১৪ খৃস্টাব্দ, ২ অগ্রহায়ণ ১৪২১ বঙ্গাব্দ, ২২ মহররম ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
কল্পকাহিনীর মতো মনে হলেও বিশ্বে এমন কিছু আশ্চর্য জিনিস রয়েছে যেগুলোকে মনে হবে অবাস্তব কিছু। এক অপূর্ব দৃশ্য হলো জার্মানির মাগডেবুর্গ জলসেতু। যেখানে সড়ক পথের ফ্লাইওভারের মতো একটি নদীর ওপর দিয়ে আরেকটি নদীকে প্রবাহিত করেছেন জার্মান বিজ্ঞানীরা। নিজ চোখে না দেখলে জার্মানির মাগডেবুর্গ জলসেতুটির কথা সত্যিই বিশ্বাস করা যেতো না।
ইতিহাস ঘেঁটে দেখা যায় যে, আঠারো শতক পর্যন্ত জার্মানি কল্পনা করেছে এই সেতুর কথা। আর উনিশ শতকে এসে তারা এই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার কথা ভাবে। ১৯৩০ সালে জার্মানি প্রথম এই সেতুর বাস্তবায়নের কাজ শুরু করে। কিন্তু এর ভেতর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায সেতুর কাজ খুব একটা এগোতে পারেনি। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি, পূর্ব এবং পশ্চিম জার্মানি নামে দুটি দেশ বিভক্ত হয়ে যায়। যে কারণে সেতুটির কাজ একেবারেই বন্ধ হয়ে যায়। মাগডেবুর্গ হচ্ছে বার্লিনের পাশের একটি ছোট উপ-শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি পূর্ব এবং পশ্চিমে ভাগ হয়ে যাওয়ায় এলবে-হাভেল নদীটিও ভাগাভাগি হয়ে যায় দু’জার্মানির ভেতর। পরে দু’জার্মানি একত্রিত হলে ১৯৯৭ সালে এসে সেতুটির কাজ আবারো শুরু করা হয়। এরপর সেতুটির কাজ শেষ হয় ২০০৩ সালের অক্টোবরে। একই বছর সেতুটি চালুও করা হয়।
ছবি : sorejominbarta.com এর সৌজন্যে।