দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কম্পিউটারের মতো নতুন নায়িকা পরীমণি দর্শকদের মাতামাতি দেখে পুরো হ্যাং হয়ে যান। ছবি মুক্তির আগে থেকেই তাকে নিয়ে এতো আলোচনা দেখে তিনি বলেছেন, ‘আমার নামতো গিনেস বুক অব ওয়ার্ল্ডসে ওঠা উচিত’।
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত অভিনেত্রী পরীমণি। ছবি মুক্তির আগেই তাকে নিয়ে এতো মাতামাতি দেখে তিনি বড়ই আশ্চর্য হয়েছিলেন। আর তাই তিনি এমন ঘটনায় মাঝে মধ্যে হ্যাং হয়ে যান। তাকে নিয়ে এতো আলোচনার প্রেক্ষিতে তিনি বলেছেন, আমার ছবি মুক্তি পাওয়ার আগেই আলোচনা শুরু হয়। এমন ঘটনা আমাদের দেশেতো দুরে থাক, বিশ্বের কোন দেশেই ঘটেনি। ‘আমার নামতো গিনেস বুক অব ওয়ার্ল্ডসে ওঠা উচিত।’
এ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে পরীমণি বলেন, ২৩টি সিনেমাতে অভিনয় করেছি। (মাত্র দুটি ছবি বর্তমানে মুক্তি পেয়েছে) ছবি মুক্তির আগেই মিডিয়ায় তাকে নিয়ে এতো আলোচনা দেখে তিনি নিজেও অবাক। পরিমণি জানান, আমি যখনই ভাবি সবাই আমাকে নিয়ে এত মাতামাতি করছে কেনো তখন আমি পুরো হ্যাং হয়ে যাই।
নবাগত এই নায়িকাকে নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা ঝড় শুরু হয়েছে। পরীমণির প্রথম ছবি ‘রানা প্লাজা’ সিনেমাটি সেন্সর আটকে আছে। নামের কারণে সেন্সর দেওয়া হচ্ছে না। ‘পাগলা দিওয়ানা’ ছবিই পরীমণির মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি হবে।