দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের সংস্কৃতি অঙ্গনের তিন জনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তিন সংস্কৃতি ব্যক্তিত্ব হচ্ছেন রাণী সরকার, বনশ্রী ও কবি নির্মলেন্দু গুণ। তাদের ২০ লাখ টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কবি নির্মলেন্দু গুণ, অভিনেত্রী আমিরুনেসা খানম (রাণী সরকার) ও এক সময়ের চিত্রনায়িকা শাহিনা শিকদারকে (বনশ্রী)’র পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এঁদেরকে ২০ লাখ টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে অনুদানের এই চেক তুলে দেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমে রাণী সরকার এবং বনশ্রী’র মানবেতর অবস্থার কথা জানতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তাদেরকে গণভবনে আমন্ত্রণ জানান। গতকাল বুধবার তাদের হাতে সহায়তার এই চেক তুলে দেন। অপরদিকে বরেণ্য কবি নির্মলেন্দু গুণ হৃদরোগসহ বিভিন্ন রোগে শারীরিকভাবে অসুস্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও চিকিৎসার জন্য সহায়তা করেন।
জানা যায়, প্রধানমন্ত্রী এই তিন সংস্কৃতি ব্যক্তিত্ব ছাড়াও বেগম দিল আরা খানম, লাইলুন নাহার মালা এবং মানিকগঞ্জের মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী পুনর্বাসন নিবাসকেও ২০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন।
উল্লেখ্য, এক সময়ের অভিনেত্রী রাণী সরকার ও বনশ্রীকে নিয়ে দি ঢাকা টাইমস্ বিশেষ সংবাদ প্রকাশ করা হয়:
“জনপ্রিয় চিত্র নায়িকা বনশ্রী এখন হকার, সাহায্যে এগিয়ে আসলেন নায়ক অনন্ত জলিল!”
“বাংলা সিনেমার এক কালের নায়িকা রানী সরকারের দুরবস্থা দেখার কেউ নেই!”