দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের টাইগারদের ঝড়ের কাছে আবারও হেরে গেলো জিম্বাবুয়ে। আজ চট্টগ্রামে ওয়ানডের দ্বিতীয় ম্যাচেও ধরাশায়ি হয়েছে জিম্বাবুয়ে। ৬৮ রানে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ।
পাঁচ সিরিজের আজকের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫১ রান করে জিম্বাবুয়েকে ২৫২ রানের টার্গেট দেয়। টার্গেট নিয়ে মাঠে নেমে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে ৬৮ রানে হেরে যায় জিম্বাবুয়ে। এখন বাংলাদেশের পরবর্তী টার্গেট সিরিজ জয়।