দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক সময় পশু-পাখিও মানুষের মতো আপন হয়ে যায়। এমনই একটি ঘটনার সূত্রপাত ঘটেছে রুমানিয়ায়। সেখানে একটি অসুস্থ কুকুরকে বাঁচাতে শেষ পর্যন্ত আইন বদল করা হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, রুমানিয়ায় অবসরে যাওয়া সামরিক বাহিনীর একটি অসুস্থ কুকুরকে বাঁচাতে শেষ পর্যন্ত আইন পরিবর্তনের নির্দেশ দিয়েছে দেশটির নীতিনির্ধারকরা। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত সোমবার দেশটির কর্তৃপক্ষ এমন নির্দেশ দিয়েছেন।
সংবাদ মাধ্যম বলেছে, ম্যাক্স নামের ৫ বছর বয়সী কুকুরটি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দুই বার সামরিক দায়িত্ব পালন করে। বিস্ফোরক দ্রব্য খুঁজে বের করার মতো ঝুঁকিপূর্ণ কাজ সে অত্যন্ত সফলভাবে পালন করেছে। কিন্তু ওই কুকুরটি বর্তমানে সামরিক বাহিনী হতে অবসরে গেছে। কিন্তু ওই কুকুরটি বর্তমানে অসুস্থ্য। সামরিক বাহিনী হতে অবসরে যাওয়া কুকুরদের দেখভালের বিষয়ে রুমানিয়ায় আইনি বিধান না থাকায় ওই কুকুরটির চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এমন প্রেক্ষাপটে অসুস্থ ম্যাক্সকে বাঁচাতে অনলাইনে ব্যাপকভাবে আবেদন জানানো হয়। এই আবেদনের পক্ষে প্রায় ২৭ হাজার স্বাক্ষরও সংগৃহীত হয়।
ম্যাক্সকে নিয়ে এমন ব্যাপক প্রচারের পরিপ্রেক্ষিতে সামরিক দায়িত্ব হতে অবসরে যাওয়া কুকুরের দেখভাল সরকারিভাবে করার বিষয়ে একটি আদেশ দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মিরচা দুসা। তিনি জানান, চলতি সপ্তাহেই এটি বাস্তবায়ন করা হবে। বর্তমানে প্রাণীপ্রিয় এক ব্যক্তি ম্যাক্সকে অবশ্য পোষ্য নিয়েছেন। তার চিকিৎসায় অন্যরাও অর্থ সহায়তা দিতে এগিয়ে এসেছেন। প্রাণীদের প্রতি এতোটা মমোত্ববোধ সচরাচর দেখা যায় না।