দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানীর শাহজাহানপুরে ৬শ’ ফিট নিচে পানির পাম্পে পড়ে যাওয়া শিশু জিয়াদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা করেও শিশু জিয়াদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। প্রায় ৩শ’ ফিট নীচে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা পাঠানো হয়েছিল।
রাজধানীর শাহজাহানপুরে ৬শ’ ফিট নিচে পানির পাম্পে পড়ে যাওয়া শিশু জিয়াদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা করেও শিশু জিয়াদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। প্রায় ৩শ’ ফিট নীচে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা পাঠানো হয়েছিল। রাত আড়াইটার দিকে সর্বশেষ খবরে দেখা যায় ৩শ’ ফিট নীচে ক্যামেরাটি গিয়ে থেমে যায়। সেখানে একটি বস্তা ও রশি দেখা যাচ্ছে।
ওয়াসা ও ফায়ার সার্ভিসের কর্মীদের নিরলস প্রচেষ্টার পরও কোনো ফল হয়নি।েএই উদ্ধার অভিযানে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। পরে আবার উদ্ধারের চেষ্টা করা হবে বলে জানানো হয়। এ সময় ফায়ার সার্ভিসের এক কমকর্তারা বলেছেন এখানে কোনো প্রাণের অস্থি্ত্ব পাওয়া যায়নি। ময়লা-আবর্জনাগুলো তুলে আনার চেষ্টা করা হবে বলে জানানো হয়।