দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাত্র ৪০ মিনিটে ১৬০টি ডিম খেয়ে এক ব্যক্তি বিশ্বরেকর্ড করলো। ডিম খেয়ে এই বিশ্বরেকর্ড গড়লেন চীনের ইজহুং নামের এক ব্যক্তি।
অনেক ধরনের প্রতিযোগিতা আমরা দেখেছি। কিন্তু ডিম খাওয়ার প্রতিযোগিতা মনে হয় এই প্রথম দেখা গেলো। মাত্র ৪০ মিনিটে ১৬০টি ডিম খেয়ে বিশ্বরেকর্ড গড়লেন চীনের ইজহুং নামের ওই ব্যক্তি। চীনের ওই ব্যক্তি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে রেস্টুরেন্টে এই ডিমগুলো খান। ইজহুং ডিমগুলো খেতে ৪০ মিনিটেরও কম সময় লেগেছে। ব্যতিক্রমি এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বার্তা সংস্থাটি খবরে বলা হয়, প্রতিবছরের ন্যায় এবারও বড়দিন উপলক্ষে একটি খাবার প্রতিযোগিতার আয়োজন করে চীনের হুনান প্রদেশের একটি হোটেলটি। ওই অনুষ্ঠানে ৪৬ বছর বয়সী ইজহুং নামের ওই ব্যক্তি কোয়েল ও মুরগির ডিম মিলিয়ে ১৬০টি ডিম খেয়ে ফেলেন। ৪০ মিনিটেরও কম সময়ে এতোগুলো ডিম খেয়ে রেকর্ড করেন তিনি।
পরে ইজহুং সংবাদ মাধ্যমকে জানান, তিনি সুস্থ আছেন ও ভবিষ্যতে আরও বেশি ডিম খাওয়ার চিন্তা-ভাবনা করছেন। ইজহুং আরও বলেন, ‘এক বসায় ১৬০টি ডিম খেয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাছাড়া কিছু হয়নি।’ খাদক হিসেবে শুধু ডিম নয়, তিনি সব ধরনের খাবার খাওয়ার যোগ্যতার প্রমাণ করতে প্রস্তুত।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও বড়দিন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। চীনের ইজহুংয়ের এই ডিম খাওয়া রেকর্ড উপভোগ করেন ওই হোটেলে উপস্থিত সবাই।