দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনে বর্ষবরণ অনুষ্ঠানে এক অপ্রীতিকার ঘটনা ঘটেছে। ইংরেজি নতুন বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কুপন সংগ্রহের সময় পদদলিত হয়ে নিহত হয়েছে ৩৫ জন। আহত হয়েছে আরও বহু মানুষ।
চীনের সাংহাই শহরে বুধবার ইংরেজি নতুন বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ৩৫ জন মারা গেছে। এ সময় আহত হয়েছে ৪৮ জনেরও বেশি মানুষ।
চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানায়, বুধবার রাতে নববর্ষকে স্বাগত জানাতে সাংহাই প্রদেশের নদী তীরবর্তী বান্ড এলাকায় জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। অনুষ্ঠানের এক পর্যায়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। অনুষ্ঠানের এক সময় উপর থেকে কুপন ছুঁড়ে দেওয়া হয়। আগতরা এ সময় কুপন সংগ্রহ করতে গেলে পদদলিত হয়ে ঘটনাস্থলেই ৩৫ জনের মৃত্যু ঘটে। আর অর্ধশতাধিক মানুষ আহত হয়ে হাসপাতারে চিকিৎসাধীন রয়েছেন। এ পদদলিত হওয়ার ঘটনার সময় পুলিশ সারিবদ্ধভাবে চেইন তৈরি করে অন্যদের সেখানে আর ঢুকতে দেয়নি। তানাহলে হয়তো আরও বহু প্রাণ সংহার ঘটতো।
এ সম্পর্কে সাংহাই সরকার এক বিবৃতিতে বলেছে, বুধবার রাত ১২টা বাজার আগ মুহূর্তে বান্ড এলাকার চেন ওয়াই স্কয়ারে জনতার ভিড়ের মধ্যে ওই দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে আহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চীনে গত ৩ বছর ধরে বর্ষবরণ বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। গত বছর এ রকম এক অনুষ্ঠানে ৩ লাখের বেশি মানুষ জড়ো হয়েছিল যা ছিল আয়োজকদের ধারণার একেবারে বাইরে।