দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবি মুক্তির আগেই যে নায়িকা ব্যাপকভাবে আলোচিত সেই পরীমনি এবার নায়িকা থেকে গায়িকা হচ্ছেন। এমন চমকপ্রদ খবর বেরিয়েছে।
ছবি মুক্তির আগেই চিত্রনায়িকা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন পরীমনি। সাভারের রানা প্লাজার ঘটনা নিয়ে নির্মিত প্রথম ছবি ছিল পরীমনির। ছবিটি সেন্সনে আটকে রয়েছে। এরপর থেকে একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পাচ্ছেন পরীমনি। প্রযোজকরা যেনো তার দরজায় হুমড়ি খেয়ে পড়েছেন। আর তাই ঢাকাই চলচ্চিত্রে এখন শীর্ষ নায়িকার তকমাটা পরীমনির দখলে। এবছর মুক্তির তালিকায় রয়েছে পরীমনি অভিনীত অন্তত এক ডজন চলচ্চিত্র।
সম্প্রতি অভিনয়ের পাশাপাশি পরীমনি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। এখন আবার গায়িকা হওয়ার কথা ভাবছেন। এবার তিনি একটি ছবির গানেও কণ্ঠ দিবেন।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’ শিরোনামের আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন পরীমনি। এই ছবিটির একটি গানে সরাসরি কণ্ঠও দেবেন পরীমনি।
এখন দেখা যাক চিত্রনায়িকা থেকে গায়িকা হয়ে কতখানি সফলতা পান এই সময়ের আলোচিত পরীমনি।