দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্দোনেশীয়ায় ৫ ভিনদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মাদক পাচারের দায়ে ৫ বিদেশীসহ ৬ ব্যক্তির ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করে ইন্দোনেশীয়া।
মাদক পাচারের দায়ে ৫ বিদেশীসহ ৬ ব্যক্তির ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করে ইন্দোনেশীয়া। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ বিদেশী ব্যক্তি নেদারল্যান্ড, ব্রাজিল, নাইজেরিয়া, মালাওয়ি ও ভিয়েতনামের নাগরিক ছিল। আর এই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার কারণে দেশগুলোর সঙ্গে ইন্দোনেশিয়ার কূটনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর করায় এক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন নেদারল্যান্ড ও ব্রাজিল। দেশ দুইটি নিজ দেশে অবস্থিত ইন্দোনেশীয়ার রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছে। সিএনএন এ খবর দিয়েছে।
সংবাদ মাধ্যম জানিয়েছে, ব্রাজিলের নাগরিক মার্কো আর্চার কারদোসো মোরেইরাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা দুই দেশের সম্পর্কে মারাত্মক আঘাত হেনেছে। তিনি মোরেইরার পরিবারের প্রতি নিজের সহানুভূতিও ব্যক্ত করেন। ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছে তার ব্যক্তিগত আবেদনের পরও ইন্দোনেশীয় সরকার মোরেইরার প্রতি অনুকম্পা প্রদর্শন না করায় হতাশা ব্যক্ত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ২০০৩ সালে ১৩ কেজি কোকেনসহ মোরেইরাকে জাকার্তা বিমানবন্দর হতে আটক করা হয়। অপরদিকে রড্রিগো গালার্তে নামের আরেকজন ব্রাজিলিয়ান ইন্দোনেশীয়ায় মৃত্যুদণ্ড হয়েছে। তার মুক্তির জন্যও ইন্দোনেশীয়া সরকারের কাছে দেনদরবার করছে ব্রাজিল। অপরদিকে নেদারল্যান্ড তাদের নাগরিক অ্যাং কিয়েম সোয়েই-এর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে।