দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঝালকাঠিতে মেছোবাঘের ৫ শাবক উদ্ধার করা হয়েছে। জেলার রাজাপুর উপজেলার বাইপাস মোড়ের দীঘিরপাড়ের নতুন রাস্তার একটি পরিত্যক্ত স্থান হতে আজ শুক্রবার শাবকগুলো উদ্ধার করা হয়।
ঝালকাঠিতে মেছোবাঘের ৫ শাবক উদ্ধার করার পর স্থানীয়রা জানান, দুপুরে ওই স্থান দিয়ে যাওয়ার সময় শাবকগুলোর শব্দ শোনা যায়। তারা শাবকগুলো বস্তায় ভরে লোকালয়ে নিয়ে আসেন।
শাবকগুলো উদ্ধারের পর স্থানীরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশকে খবর দেন। তবে শুক্রবার বিকেল পর্যন্ত প্রশাসন অথবা বন বিভাগের কেও শাবকগুলো দেখতে আসেননি।
স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, কয়েক মাস ধরে ওই এলাকায় হঠাৎ করেই ছাগলছানা, হাঁস এবং মুরগি নিখোঁজ হচ্ছে। শাবকগুলো উদ্ধার করা হলেও এখন পর্যন্ত কোনো মেছোবাঘের সন্ধান মেলেনি।