দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ রবিবার বাদ জোহর মালয়েশীয়ায় কোকোর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মালয়েশীয়ার কেন্দ্রীয় মসজিদ নেগারায় তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম জানাজা হবে মালয়েশীয়াতে। আজ রবিবার বাদ জোহর মালয়েশীয়ার কেন্দ্রীয় মসজিদ নেগারায় তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। সেখানে তারেক রহমান উপস্থিত হবেন এবং তার পর দাফনের বিষয়টি পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তবে আজ ও কাল দেশের সব মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জানা যায়, কুয়ালালামপুর মালায়া ইউনিভার্সিটি সেন্টারে সমবেত হয়েছেন সেখানকার বিএনপি নেতাকর্মীরা। রবিবার বাদ জোহর মালয়েশিয়ার কেন্দ্রীয় মসজিদ নেগারায় জানাজা শেষ হলে কুয়ালালামপুর মালায়া ইউনিভার্সিটি সেন্টারে হিমঘরে রাখা হবে কোকোর মরদেহ। জানা যায়, সোমবার সকালে কোকোর লাশ দেশে পাঠানোর সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে কুয়ালালামপুরের একটি হাসপাতালে নেওয়া হলে কোকো মারা যান।