দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত দেখা যায় গায়িকারা এক সময় অভিনয়ে ঝুঁকে পড়েন এবং এক সময় নায়িকা বনে যান। কিন্তু নায়িকা থেকে গায়িকা হওয়ার খবর খুব কম দেখা যায়। এবার তাই ঘটেছে নায়িকা মাহিয়া মাহির ক্ষেত্রে।
আর এমন খবর গত কিছুদিন ধরে ছড়িয়ে পড়েছে যে ‘চলচ্চিত্র হতে বিদায় নিচ্ছেন মাহি’। কিন্তু বিদায় নিয়ে তিনি কি অবসর নিচ্ছেন? এমন প্রশ্নও ছিল সবার মনে। সেই প্রশ্নের উত্তর এবার মিলেছে। আর তা হলো চলচ্চিত্র ছেড়ে এবার গান ধরেছেন ঢাকাই ছবির ব্যস্ততম এই নায়িকা মাহিয়া মাহি।
চলচ্চিত্রকে বিদায় জানানোর গুঞ্জন ওঠে সম্প্রতি চিত্রনায়িকা মাহির একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছেও খোলাসা করে কিছু বলেননি মাহি। কিন্তু এবার যুক্তরাষ্ট্রে বসে ফেসবুকে একটি ভিডিও পোষ্ট করেছেন তিনি। সেখানে তাকে গান গাইতে দেখা যায়। গানটি মূলত বন্ধুদের স্মরণ করেই গেয়েছেন মাহি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তির প্রস্তুতি নিচ্ছেন- সংবাদ মাধ্যমে এমন খবর এসেছে।