The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আইএস এবার ৪৩ ইরাকিকে পুড়িয়ে মারলো!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামী স্টেট আইএস তাদের বিরুদ্ধে অবস্থানকারীদের একের পর এক শিরচ্ছেদ করে যাচ্ছে। তবে এবার ৪৩ ইরাকিকে পুড়িয়ে মারলো আইএস।

43 Iraqis burn & ISO
ফাইল ফটো

ইরাক সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী হিসেবে খ্যাত ইসলামিক স্টেট আইএস এবার ৪৩ ইরাকীকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। নিহতরা ইরাকের আনবার প্রদেশের বাসিন্দা বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়। এই নিয়ে গত দশ দিনে আইএস জঙ্গিরা প্রায় ৭০ জনকে পুড়িয়ে হত্যা করলো।

স্থানীয় প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, রাজধানী বাগদাদ হতে ২শ’ কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলীয় আল বাগদাদি শহরের আলবু ওবায়েদ নামের এক সুন্নি গোত্র হতে ওই ৪৩ জনকে ধরে নিয়ে যায় আইএস কর্মীরা। ধারণা করা হচ্ছে, নিহতরা স্থানীয় পুলিশ বা আধাসামরিক বাহিনী সাহওয়া ফাইটার্স দলের সদস্য ছিলেন। অপহরণের পর আইএস নিয়ন্ত্রিত শহর হতে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। আটককৃতদের এরপর একটি লোহার খাঁচায় ঢুকিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই আইএস জঙ্গিরা আল-বাগদাদী শহর ও এর পাশের এইন আল-আসাদ বিমান ঘাঁটিতে ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে। এই বিমান ঘাঁটিতে কয়েক শ’ মার্কিন নৌসেনা অবস্থান করছেন

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...