দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশের প্রশংসা করলো ভারতীয় সংসদ। মঙ্গলবার ভারতীয় সংসদ লোকসভায় এক প্রশ্নের জবাবে বাংলাদেশের এই প্রশংসা করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই চৌধুরী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মাটি ব্যবহার করে যেসব ভারতীয় জঙ্গি ভারতের বিরুদ্ধে সন্ত্রাস পরিচালনা করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন, ভারতীয় জঙ্গি সংগঠনের কার্যকলাপ নিয়ে দুই দেশের গোয়েন্দাদের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান হয়। সীমান্ত প্রসঙ্গে তিনি জানান, বর্তমান হাসিনা সরকার সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করতে সচেষ্ট হয়েছেন। অনুপ্রবেশ অনেকটাই বন্ধ করা সম্ভব হয়েছে।