দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তান আবার বাংলাদেশে ফ্লাইট চালু করলো। ২৫ ফেব্রুয়ারি কার্যক্রম স্থগিত করার পর গতকাল সোমবার সকালে পিআইএর প্রথম ফ্লাইট ঢাকায় আসে।
১১ দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার বাংলাদেশে আবার পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের (পিআইএ) চলাচল শুরু করেছে। ২৫ ফেব্রুয়ারি কার্যক্রম স্থগিত করার পর গতকাল সোমবার সকালে পিআইএর প্রথম ফ্লাইটটি ঢাকায় আসে।
পাকিস্তানের এই এয়ারলাইন্স তাদের কার্যক্রম স্থগিত করে জাল মুদ্রা ও সোনা পাচারের অভিযোগে তুলে। ঢাকায় পিআইএর কান্ট্রি ম্যানেজার আলী আব্বাসের বাসায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তল্লাশি চালানোর প্রতিবাদে এটি করা হয়। পিআইএর কান্ট্রি ম্যানেজারকে ‘হয়রানির’ অভিযোগ এনে বাংলাদেশের কাছে ব্যাখ্যা চায় পাকিস্তান সরকার।
পাকিস্তানের পত্রিকা ডন এক প্রতিবেদনে জানিয়েছে, ‘করাচি হতে ঢাকায় মুদ্রা পাচারের সঙ্গে পিআইএর যাত্রীরা জড়িত বলে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী অভিযোগ করে। এর ভিত্তিতে আলী আব্বাসের বাসায় তল্লাশি চালায় গোয়েন্দারা। এতে ২৫ ফেব্রুয়ারি পিআইএর কান্ট্রি ম্যানেজারকে বাংলাদেশ হতে ফেরত নেওয়া হয়। এরপর এয়ারলাইনটির পাঁচটি ফ্লাইটের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এরপর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার পর ঢাকায় আবারও পিআইএর চলাচল শুরু হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময় যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না।