দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাবিশ্বে পৃথিবীর মতো আরও দুটি গ্রহের সন্ধান পেয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সৌরজগতের বাইরের এ গ্রহ দুটির আকার এবং কেন্দ্রীয় নক্ষত্র থেকে দূরত্বের দিক থেকেও আমাদের পৃথিবীর মতোই। এ ছাড়া গ্রহ দুটিতে পানির অস্তিত্ব থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। এমনকি থাকতে পারে প্রাণের অস্তিত্বও!
নাসার অত্যাধুনিক টেলিস্কোপ কেপলারের চোখে ধরা পড়ল আকার-অবস্থানে এই নতুন দুটি গ্রহ। নাম কেপলার সিক্সটি টু ই এবং কেপলার সিক্সটি টু এফ। গ্রহ দুটি সূর্যের মতো এক নক্ষত্রের কক্ষপথে ঘুরছে। যে দুটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে ওই নক্ষত্র থেকে তাদের অবস্থান সূর্য থেকে পৃথিবীর দূরত্বের সমান। পৃথিবীর প্রায় সমান তাপমাত্রার গ্রহ দুটিতে থাকতে পারে পানি। ফলে পাওয়া যেতে পারে প্রাণের অস্তিত্বও। আকার, অবস্থান ও পরিবেশগত কারণে সেখানে প্রাণের উপযোগী পরিবেশ আছে বলেও ধারণা করছেন বিজ্ঞানীরা। নাসার জ্যোতির্বিজ্ঞান বিভাগের পরিচালক পল হার্টজ বলেন, কেপলার মিশনের লক্ষ্যই হচ্ছে মহাবিশ্বের গ্রহ চিহ্নিত করে প্রাণের অস্তিত্বের সন্ধান করা। এবার পৃথিবীর মতোই দুটি গ্রহ খুঁজে পেয়েছি আমরা। আয়তন এবং নক্ষত্র থেকে অবস্থানের কারণে আমরা ধারণা করছি, সেখানে পানির সন্ধান মিলতে পারে। বিবিসি অনলাইন।
redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.
পৃথিবীর মতো দুটি গ্রহের সন্ধান
Sign in