The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এক আশ্চর্য কাণ্ড: থাইল্যান্ডে হলো মাছ-বৃষ্টি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক আশ্চর্য কাণ্ড ঘটেছে থাইল্যান্ডে। সেখানে হলো মাছ-বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টির পর দেখা গেলো শত শত মাছ হেঁটে বেড়াচ্ছে রাস্তায়।

Thailand's fish-rain

হঠাৎ করেই এক পশলা বৃষ্টি হয়ে গেলো। আর তারপরই শত শত মাছ হেঁটে বেড়াচ্ছে রাস্তায়। সাগর, নদী, পুকুর কিংবা জলাভূমির কথা বলছি না। থাইল্যান্ডের রাস্তায় এমন দৃশ্যের অবতারণা ঘটলো। বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে সাগর তীর হতে উড়ে এসে রাস্তায় পড়তে থাকে মাছ। এক কথায় বলা যায় মাছ বৃষ্টি।

এমন মাছ বৃষ্টি দেখে থমকে পড়েন পথচারীরাও। তাদের অনেকেই আবার রাস্তায় নেমে মাছগুলোকে বাঁচানোর চেষ্টাও করেন। পরে গিজোর ওই সড়ক হতে ৬ হাজার ৮শ’ কেজি মাছ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মাছের বেশিরভাগই ছিল মৃত।

থাইল্যান্ডে অঞ্চলভেদে বর্ষাকালের সময়সূচিও পৃথক হয়ে থাকে। দেশটিতে ব্যাপক অর্থে মে-জুন হতে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল স্থায়ী হয়ে থাকে। তবে এমন মাছ বৃষ্টি তারা কখনও দেখেন নি। আর তাই সবাই অবাক। একি কাণ্ড ঘটলো তাদের শহরে? শেষ পর্যন্ত মাছ বৃষ্টি!

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...