The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

গতকালের ভূমিকম্পে নেপালে নিহত ৬৮

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও নেপালে ভূমিকম্পে প্রাণ দিতে হলো অন্তত ৬৮ জনকে। গতকাল মঙ্গলবার দুপুর ১টা ৭ মিনিটে অনুভূত এই ভূমিকম্পে একযোগে কেঁপে ওঠে নেপাল, ভারত ও বাংলাদেশ।

Yesterday in Nepal kills 30

গত আশি বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠাতে না উঠতেই আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো হিমালয়কন্যা খ্যাত নেপাল। পুনরায় ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অন্তত ৬৮ জন নিহত ও এক হাজার আহত হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।

Yesterday in Nepal kills 30-2

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, নেপালের কোদারিতে ভূমিকম্পের কেন্দ্রস্থলে এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৪। ভূ-পৃষ্ঠ হতে ১৮.০৫ কিলোমিটার গভীরে ছিল এটির উৎপত্তিস্থল। গতকালের মূল ভূমিকম্পের পরবর্তী ৪০ মিনিটে অন্তত ৪ দফা পরাঘাত (আফটার শক) অনুভূত হয়। এগুলোরমধ্যে সর্বোচ্চটির মাত্রা ছিলো ৬.১।

Yesterday in Nepal kills 30-3

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ের ভয়াবহ ভূমিকম্পে নেপালের রাজধানী কাঠমাণ্ডু ও পার্শ্ববর্তী পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। এ পর্যন্ত সাড়ে ৮ হাজার নিহত হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...