The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঝমকালো আয়োজনে তারায় আলোকিত কান চলচ্চিত্র উৎসব!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঝমকালো আয়োজনে তারায় আলোকিত কান চলচ্চিত্র উৎসব। ‘কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৫’ এটি উৎসবের ৬৮তম আসর।

illuminated Cannes Film Festival

ঝমকালো এক আয়োজনের মধ্যদিয়ে পর্দা উঠলো ‘কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৫’। বার্ষিক এই উৎসবটির এটি ৬৮তম আসর। বিশ্ব সিনেমার নামীদামী তারকাদের আলোয় ফ্রান্সের পুরনো শহর কান এখন রীতিমত আলোকিত হয়ে উঠেছে!

প্রতিবারের মতো এবারও নিজের দেশের চলচ্চিত্র দিয়েই আনুষ্ঠানিকতা শুরু করা হলো। ফরাসি সামাজিক ছবি ‘স্ট্যান্ডিং টল’ -এর প্রদর্শনের মধ্যদিয়ে ১৩ মে হতে ফ্রান্সের কান নগরীতে শুরু হলো গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। যা চলবে আগামী ২৪ মে পর্যন্ত।

ফরাসি অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অ্যামানুয়েল বেখকো নির্মাণ করেছেন ‘স্ট্যান্ডিং টল’ ছবিটি। নারী পরিচালিত দ্বিতীয় ছবি হলো এই ‘স্ট্যান্ডিং টল’; যা দিয়ে এবারের কান উৎসবের পর্দা উঠলো। প্রথম দিনেই বিশ্ব তারকাদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পৃথিবীর সব বড় বড় তারকারা হাজির হয়েছেন এই উৎসবে।

দেখুন কান চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসরের উদ্বোধনী আয়োজনের ছবি:
illuminated Cannes Film Festival-11
illuminated Cannes Film Festival-2
illuminated Cannes Film Festival-3
illuminated Cannes Film Festival-4
illuminated Cannes Film Festival-5
illuminated Cannes Film Festival-7
illuminated Cannes Film Festival-6
illuminated Cannes Film Festival-8
illuminated Cannes Film Festival-9
illuminated Cannes Film Festival-10

Loading...