The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

‘অগ্নি-২’র মাহীর আইটেম গান ‘ম্যাজিক মামনি’ নিয়ে ঝড়! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইটেম গান নিয়ে মাতামাতি এখন দুনিয়া জোড়া। ভারতীয় ছবির মতো বাংলাদেশী ছবিতেও সাম্প্রতিক সময়ে আইটেম গান ভর করেছে। ‘অগ্নি-২’র মাহীর আইটেম গান ‘ম্যাজিক মামনি’ নিয়ে ঝড় উঠেছে।

mahi item song Magic mommy

সম্প্রতি ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘অগ্নি-২’ ছবিতে মাহিয়া মাহীর আইটেম গান ‘ম্যাজিক মামনি’। কোলকাতার এসকে মভিজ এবং বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার এই ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে। বৃহস্পতিবার ইউটিউবে আইটেম গানটি আপলোডের পর এখন পর্যন্ত ২ লাখেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী এটি দেখেছেন।

ছবিটির প্রযোজনা মাধ্যম বলেছে, ‘আমাদের টার্গেট বলিউডে প্রবেশ করা। আর তাই ছবিটি শুধু কোলকাতায় নয়, মুম্বাইতেও মুক্তি দেওয়া হবে। পুরো ভারতে আমাদের টার্গেট ৭শ’ হল এবং বাংলাদেশ মিলিয়ে মোট ৮শ’ সিনেমা হল।

তবে সাম্প্রতিক সময়ে বাংলা ছবি দেখতে যাওয়া হলমুখো অনেকেই এই আইটেম গামের সমালোচনা করেছেন। তারা বলছেন, ‘ভারতীয় কৃষ্টি-কালচার আমাদের দেশে চালু করার প্রয়াস এই আইটেম গান এবং এর বেশভূষা!’

উল্লেখ্য, গত বছর মুক্তি পাওয়া ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ ছবির সিকুয়েল হলো এই ‘অগ্নি-২’। প্রথমবার একক প্রযোজনায় হলেও এবার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবিটি। ‘অগ্নি-২’ তে অভিনয় করেছেন মাহিয়া মাহী, ওম, আশীষ বিদ্যার্থী , টাইগার রবি প্রমুখ।

দেখুন সেই আইটেম গানের ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...