দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখায় ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
আগামীকাল বুধবার সকাল ৬টা হতে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এই হরতাল কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার রায় শোনার পর দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, ‘সরকারের দায়ের করা মিথ্যা, বায়বীয় এবং কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করায় হতাশা প্রকাশ করে ও তিনিসহ আটক সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা হতে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালিত হবে।’
ভারপ্রাপ্ত সভাপতি অভিযোগ করে বলেছেন, ‘সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্য দলটির নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে।’
উল্লেখ্য, আজ মঙ্গলবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড বহাল রাখেন।