দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আত্মহত্যার চেষ্টা করা স্ত্রীকে বিস্ময়করভাবে ক্যাচ ধরে রক্ষা করলেন এক স্বামী। স্বামীর ওপর রাগ করে আত্মহত্যার জন্য ৫ তলার ব্যালকনি দিয়ে লাফ দিয়েছিল স্ত্রী।
![আত্মহত্যার চেষ্টা করা স্ত্রীকে ক্যাচ ধরলেন এক স্বামী [ভিডিও] 1 woman tried suicide Catch](https://thedhakatimes.com/wp-content/uploads/2015/07/woman-tried-suicide-Catch-600x450.jpg)
আত্মহত্যার চেষ্টা করা স্ত্রীকে বিস্ময়করভাবে ক্যাচ ধরে রক্ষা করলেন এক স্বামী। স্বামীর ওপর রাগ করে আত্মহত্যার জন্য পাঁচতলার ব্যালকনি দিয়ে লাফ দিয়েছিল স্ত্রী।
স্বামীর সঙ্গে প্রায় ঝগড়া লেগে থাকতো এক স্ত্রীর। এমন মনোমালিন্যের একপর্যায়ে আত্মহত্যার হুমকি দিয়ে স্বামীকে ৫ তলা অ্যাপার্টমেন্ট হতে বের করে দেয় স্ত্রী। তবে স্বামী এমন হুমকি শোনার পর বসে থাকেনি, উপস্থিত বুদ্ধি ব্যবহার করে সঙ্গে সঙ্গে ৪ তলার অ্যাপার্টমেন্টে গিয়ে অপেক্ষা করতে থাকেন। আত্মহত্যার জন্য লাফ দিলেন ৫ তলার ব্যালকনি দিয়ে। কিন্তু লাফ দিলে কি হবে স্বামীতো আগে থেকেই বসে আছেন ৪ তলায়। খপ করে ক্যাচ ধরে ফেললেন তার স্ত্রীকে। এরপর রাস্তায় লোক জড়ো হলো। সবাই মিলে উদ্ধার করা হরো ওই মহিলাকে। এই সময় ধারণ করা ভিডিও অনলাইনে চলে আসায় ব্যাপক সাড়া পড়ে যায়।
দেখুন সেই ভিডিওটি
https://www.youtube.com/watch?v=b-Yx14kNal4