দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিশরের ক্ষমতাচ্যূত ও কারাবন্দি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কারাগারে অনশন শুরু করেছেন। কারাগারের খাবার নিম্নমানের হওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করে তা খেতে অস্বীকৃতি জানান তিনি।
মিশরের ক্ষমতাচ্যূত ও কারাবন্দি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কারাগারে অনশন শুরু করেছেন। কারাগারের খাবার নিম্নমানের হওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করে তা খেতে অস্বীকৃতি জানান তিনি। এই ঘটনার পর তার শারীরিক পরিস্থিতি পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে আদালত। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম মিনার বরাত দিয়ে এই খবর দিয়েছে বার্তাসংস্থা এপি।
খবরে বলা হয়েছে, ডায়াবেটিসে আক্রান্ত মুরসি কারাগারে তার জন্য বরাদ্দকৃত খাবারকে ‘খুব খারাপ’ বলে উল্লেখ করে বলেছেন যে, এসব খাবার তার জন্য মোটেও স্বাস্থ্যসম্মত নয়। তিনি কারা কর্মকর্তাদের কাছে বাইরে হতে খাবার এনে খাওয়ানোর আবেদন করেছিলেন। কিন্তু তার সে অনুরোধে সাড়া দেয়নি কারা কর্তৃপক্ষ- তিনি এমন অভিযোগ করেছেন। তবে এই বিষয়ে কারা কর্মকর্তাদের কোন মন্তব্য প্রকাশ করেনি বার্তা সংস্থার ওই নিউজটিতে।
উল্লেখ্য, মিশরের ইসলামিক দল মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসি দেশটির ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। ২০১২ সালে ক্ষমতায় আসেন তিনি। ২০১৩ সালের মাঝামাঝিতে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত দু’বছর ধরে তিনি কারাগারে আটক রয়েছেন। চলতি বছরের গোড়ার দিকে ২০১১ সালে কারা বিক্ষোভের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয় মিশরের একটি আদালত। গত দুই বছর ধরে কারাবন্দি রয়েছেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি। বর্তমানে কায়রোর ফৌজদারি আদালতে তার বিরুদ্ধে দায়েরকৃত কাতারের কাছে দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে মামলার শুনানি চলছে।