দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আকাশে ছোট দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায়।
আকাশে ছোট দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায়। স্থানীয় সময় রবিবার ১৬ আগস্ট সকালে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১৫ কিলোমিটার দূরের আকাশে এই দুর্ঘটনা ঘটে।
সান দিয়েগোর উদ্ধার কর্তৃপক্ষের মুখপাত্র জানান, সকাল ১১টার দিকে শহরের ব্রাউন ফিল্ড এয়ারপোর্ট হতে ৩ কিলোমিটার দূরের একটি এলাকায় দু’ইঞ্জিনের স্যাব্রেলাইনার বিমানের সঙ্গে একই পথে উড়ন্ত এক ইঞ্জিনের সেসেনা ১৭২ বিমানের সংঘর্ষ ঘটে। এতে দু’টি বিমানই বিধ্বস্ত হয়।
স্থানীয় ফায়ার সার্ভিসের এক মুখপাত্র বলেছেন, সংঘর্ষে আগুন ধরে দু’টি বিমানই একটি মাঠে বিধ্বস্ত হয়ে পড়ে। পরে দুর্ঘটনাস্থল হতে চার যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।
দু’টি বিমানে কতোজন আরোহী ছিলেন সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি স্থানীয় কর্মকর্তা। তবে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় পরিবহন নিরাপত্তা অধিদফতর। উল্লেখ্য, আকাশে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা কখনও চোখে পড়ে না।