দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হঠাৎ যদি আপনি এমন খবর পড়েন তাহলে আশ্চর্য হবেন সেটিই স্বাভাবিক। আসলে এমন একটি খবর সকলকে চমকে দিয়েছে। খবরটি হলো ওসামা বিন লাদেন নাকি এখনও জীবিত!
সারাবিশ্বে এবার একটি খবর সকলকে চমকে দিয়েছে। আর সেটি হলো সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন জীবিত বলে দাবি করেছেন মার্কিন গোপন নথি ফাঁস করে সাড়া ফেলানো সাবেক সিআইএ কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন। শুধু তাই বলেই ক্ষান্ত হননি তিনি আরও দাবি করে বলেছেন, লাদেন বর্তমানে বাহামাতে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-এর হেফাজতেই রয়েছেন!
জানা যায়, অ্যাডওয়ার্ড স্নোডেনের এমন দাবিকে উদ্ধৃত করে একটি খবর প্রকাশ করেছে তেলআবিব ভিত্তিক ম্যাগাজিন ওয়ার্ল্ডনিউজডেইলিরিপোর্ট.কম। তারা বলছে যে, মস্কো ট্রিবিউন নামের এক রুশ পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে সাবেক সিআইএ কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন এই দাবি করেছেন। যদিও গুগলে যথাযথ অনুসন্ধান চালিয়েও মস্কো ট্রিবিউন নামের কোনো পত্রিকার অস্তিত্ব খুঁজে আদতেও পাওয়া যায়নি।
স্নোডেন সাক্ষাৎকারে দাবি করে বলেছেন, আমার কাছে যে ডকুমেন্ট রয়েছে তা হতে বোঝা যায় লাদেন এখনও সিআইএ এর হেফাজতেই রয়েছেন। এখনও তিনি সিআইএ এর কাছ থেকে এক লাখ ডলারেরও বেশি মাসোহারা পান। এই অর্থ ব্যবসা প্রতিষ্ঠান এবং সংগঠনের মাধ্যমে বাহামাতে তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। আমি নিশ্চিত নই তিনি এখন ঠিক কোথায় রয়েছেন। কিন্তু ২০১৩ সালে তিনি তার ৫ স্ত্রী এবং সন্তানদের নিয়ে একটি ভিলাতে বাস করতেন। সিআইএ সুকৌশলে ২০১১ সালে ওসামা বিন লাদেন হত্যার ঘটনা সাজিয়েছিল বলেও দাবি করেছেন স্নোডেন।