দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাহিদ হাসানের ঈদের বিশেষ নাটক ‘কোপা শামসু’। এই নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ঈদের এই বিশেষ নাটকটি প্রচারিত হবে এসএ টিভিতে।
জানা গেছে, ভিন্ন ধরনের গল্প নিয়ে ‘কোপা শামসু’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জাহিদ হাসান, মৌসুমি হামিদ, স্বর্ণা, মিথিলা, পিয়া জান্নাতুল প্রমুখ।
পরিচালক তানিম রহমান অংশু বলেছেন, ‘নাটকটি অনেকটা ডার্ক কমেডি ধরনের। কথায় বলে- যেমন কর্ম তেমন ফল। নাটকের শেষে দর্শকদের এই কথাটি উপলব্ধি হবে। তবে নাটকের শেষে এসে জাহিদ হাসান একটা শাস্তি পাবেন। কিন্তু এই শাস্তির জন্য তিনি পুরোপুরি দায়ি থাকবেন না। নাটকটিতে প্রথমবারের মতো বর্ডার গার্ড চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তাঁর নাম যে ‘কোপা শামসু’ এমন ভাবার কোনোই কারণ নেই। কারণ পুরো নাটকে তাঁকে সবাই ‘সুইট ভাই’ বলেই ডাকবে। নাটকটি দর্শকদের শেষ পর্যন্ত দেখা লাগবে। তবেই তাঁরা বুঝতে পারবেন নাটকটির নাম কেনো ‘কোপা শামসু’ হলো। আবার নাটকটির ট্রেলার দেখেও দর্শক কোনো কিছু বুঝবেন না। কিছুটা রহস্য আমি নিজেই রেখেছি।’