The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

শরণার্থী সমস্যা: প্রতি ১০ মিনিটে জন্ম হচ্ছে একজন রাষ্ট্রহীন শিশুর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৈশ্বিক শরণার্থী সমস্যা ক্রমেই প্রকট হচ্ছে। হিংসা, হানাহানি ও নানা বৈষম্যের কারণে দিন দিন শরণার্থীর সংখ্যা বাড়ছে। প্রতি ১০ মিনিটে জন্ম হচ্ছে একজন রাষ্ট্রহীন শিশুর।

Refugee Being a stateless child born

শুধু তাই নয়, এসব রাষ্ট্রহীন শিশুরা চিকিৎসাসেবা, শিক্ষা ও ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ হতেও বঞ্চিত হবে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর গত মঙ্গলবার এসব তথ্য দিয়েছে। জাতিসংঘ এক সতর্কবার্তা দিয়ে বলেছে, সিরিয়ায় গৃহযুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে এই সমস্যা আরও বেড়েছে। এএফপির খবরে এসব তথ্য দেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রাষ্ট্রহীন শিশুদের জন্মের দীর্ঘমেয়াদি কিছু প্রভাব চিহ্নিত করে ইউএনএইচসিআর একটি প্রতিবেদন তৈরি করে সংস্থাটির প্রধান আন্তোনিও গুয়েতেরেস গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে প্রতিবেদনটি আনুষ্ঠানিক উপস্থাপন করেন।

Refugee Being a stateless child born-3

এতে দেখা যায়, সিরিয়ায় শিশুরা শুধুমাত্র তাদের বাবার পরিচয়ে নাগরিকত্ব অর্জন করতে পারে। কিন্তু ৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে দেশটির ৪০ লাখেরও অধিক মানুষ পালিয়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আর এসব শরণার্থীদের পরিবারের ২৫ শতাংশই হলো পিতৃহীন। অন্তঃসত্তা অবস্থায় সিরিয়া ছেড়ে পালিয়েছে- এমন কয়েকজন নারী জাতিসংঘের প্রতিনিধিদের বলেছেন যে, পরিবারের সঙ্গে কোনো একদিন দেশে ফিরে যাওয়ার স্বপ্ন ভেঙে যেতে পারে তাদের। এর কারণ হলো, জন্মসনদ ছাড়া তারা কোনো অবস্থাতেই নিজেদের সন্তানদের নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না।

A baby cries as migrants board a bus in Tovarnik, Croatia, September 17, 2015. The European Union's migration chief Dimitris Avromopoulos rebuked Hungary on Thursday for its tough handling of a flood of refugees as asylum seekers thwarted by a new Hungarian border fence and repelled by riot police poured into Croatia, spreading the strain. REUTERS/Antonio Bronic - RTS1KTJ

সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়েছে, সিরিয়া যুদ্ধের জন্য হাজার হাজার মানুষ ইউরোপে শরণার্থী হতে বাধ্য হয়েছে। সীমান্ত পেরোনোর সময় ও অন্য দেশে পৌঁছানোর পর অনেকেই সন্তানের জন্ম দিয়েছেন। ইউএনএইচসিআর বলেছে যে, ২০টি দেশ সবচেয়ে বেশি শরণার্থীদের আশ্রয় দিয়েছে। সেখানে প্রতিবছর অন্তত ৭০ হাজার রাষ্ট্রহীন শিশুর জন্ম হচ্ছে। তারা বলেছেন, এই হার হলো প্রতি ১০ মিনিটে একজন।

জাতিসংঘের ওই সংস্থাটির প্রধান আন্তোনিও গুয়েতেরেস বলেন, এসব শিশু নাগরিকত্বের অভাবে শৈশব হতে শুরু করে বৈষম্য ও হতাশার মুখোমুখি হবে আজীবন। লাখ লাখ শিশু নিজেদের অধিকার এবং সুরক্ষা হতে বঞ্চিত হচ্ছে, যা শুধু নাগরিকত্বের মাধ্যমেই পাওয়া সম্ভব।

Refugee Being a stateless child born-4

প্রতিবেদনে আরও বলা হয়, যেমন ৩০টি দেশে মৌলিক চিকিৎসাসেবা পাওয়ার জন্য জাতীয় পরিচয়ের প্রমাণ দিতে হয়। আবার ২০টি দেশে দেশহীন শিশুদের টিকা পর্যন্ত দেওয়া যায় না পরিচয় হীনতার কারণে।

উল্লেখ্য,ইউএনএইচসিআর ২০২৪ সাল নাগাদ কোনো রাষ্ট্রহীন মানুষ থাকবে না বলে এক লক্ষ্য নির্ধারণ করেছে। সংস্থাটির প্রস্তাব হলো, বৈষম্যমূলক আইনগুলো সংস্কার করে রাষ্ট্রহীন শিশুদের অধিকার নিশ্চিত করা। যেখানেই জন্ম হোক না কেনো, শিশুদের স্বয়ংক্রিয়ভাবেই সেই দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত। শুধু গত মাসে (অক্টোবর) ভূমধ্যসাগর পেরিয়ে কমপক্ষে ২ লাখ ১৮ হাজার শরণার্থী এবং অভিবাসী ইউরোপে প্রবেশ করে। এভাবে প্রতিনিয়ত শরণার্থীদের সংখ্যা বাড়ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali