The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মার্কিন প্রেডিডেন্ট ওবামা ছোট বেলায় গাঁজা টানতেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নাকি ছোটবেলায় গাঁজা টানতেন। আর তিনি নাকি পরিণত বয়সে এসে অ্যালকোহল পান করতেন!

Obama and marijuana

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নিউ ইয়র্ক সাময়িকীর সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা এই কথা স্বীকার করেছেন। ওবামার ওপর নিউ ইয়র্ক সাময়িকীতে প্রকাশিত এক দীর্ঘ নিবন্ধে এসব তথ্য প্রকাশ পায়। সম্প্রতি নিবন্ধটি প্রকাশিত হয়েছে।

নিউ ইয়র্কের সাংবাদিক ডেভিড রেমনিকের সঙ্গে সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘ছোটবেলায় আমি গাঁজা সেবন করতাম। আমার মতে, এটি আসলে একটি বদভ্যাস। সিগারেট হতে এটি খুব একটি ভিন্ন কিছু নয়। আবার তরুণ এবং পরিণত বয়সের বড় সময়জুড়ে আমি অ্যালকোহল পান করেছি।’

সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়, অ্যালকোহলের চেয়ে গাঁজা টানা খুব একটা ভয়ঙ্কর কিছু নয় বলে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি তার মেয়েদের বলেছেন যে, গাঁজা টানা একটি খারাপ অভ্যাস। এটি যেমন সময়ের অপচয় করে, আবার এটি মোটেও স্বাস্থ্যকর কিছু নয়। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য প্রকাশের পর প্রচার মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...