দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর অবশেষে ফেসবুক খুলেছে। সরকারের ‘নির্দেশনা’ পেয়েেই ফেইসবুক খুলে দিয়েছে বাংলাদেশে এর নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
এর আগে আজ (বৃহস্পতিবার) বেলা দেড়টায় টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘সরকারের নির্দেশনা এই মাত্র আমার হাতে এসেছে, জনগণের জন্য ফেসবুক খুলে দিচ্ছি।’ কিন্তু ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অন্যান্য মোবাইল অ্যাপগুলো খোলার বিষয়ে ‘পরে সিদ্ধান্ত হবে’ বলে জানান তারানা হালিম। এরপর ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনেই বিটিআরসি চেয়ারম্যানকে ফোন করে ফেসবুক খুলে দিতে নির্দেশ দেন।
উল্লেখ্য, নিরাপত্তার কারণে গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়। এরপর ফেসবুকের দুই কর্মকর্তার সঙ্গে তিন মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও উপস্থিত ছিলেন।