দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪২২ বঙ্গাব্দ, ৫ রবিউল আউয়াল ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
আজও আমাদের গ্রামের দৃশ্য। মাটি ও ছোনের ঘর। গ্রামের মানুষগুলো এমন মাটি ও ছোনের ঘরে বসবাস করেন।
যুগ যুগ ধরে তারা অবহেলিত। এখনও বাংলাদেশের অনেক গ্রাম রয়েছে যেখানে বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পানির অভাব রয়েছে। আমরা কী সেসব গ্রামের মানুষদের কথা কখনও ভেবেছি? এইসব গ্রামের মানুষগুলো বহু কষ্ট করে ফসল ফলায়। আর সেই ফসলের সুবাদে আমরা টিকে আছি। আমরা ভাত-মাছ, তরি-তরকারি যা কিছু খাচ্ছি সবই গ্রামের মানুষের অবদান। সেই অবদানের কথা কী আমরা অস্বীকার করতে পারি? আজকের সকালে এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ।
ছবি: www.salekkhokon.me এর সৌজন্যে।