দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক রকম নিত্য দেখে থাকি। কিন্তু তাই বলে ঘূর্ণিঝড়ে এ কেমন উদ্দাম নৃত্য করছে ওরা?
এমন একটি উদ্দাম নৃত্যর কাহিনীটি ঘটেছে অস্ট্রেলীয়াতে। পার্টির উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু তখন কি কেও জানতো যে ঘূর্ণিঝড়ের কবলে পড়বে পার্টি? তবে যতো প্রবল ঝড় হোক না কেনো পার্টি কিন্তু থেমে থাকেনি। ঝড়ের গতির সঙ্গে সঙ্গে পার্টিও চলেছে তেমনই প্রবল গতিতে।
ম্যাশেবলে প্রকাশিত এক ভিডিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যম। তাতে দেখা যাচ্ছে, ভূপৃষ্ঠে একটি মিনি বালুঝড়ে গান বাজিয়ে উৎসব করছে এক দল তরুণ-তরুণী! ওই দৃশ্যটি অস্ট্রেলীয়ার ভিক্টোরিয়া অঞ্চলের একটি গ্রামের দৃশ্য।
উল্লেখ্য যে, ইউটিউবি ছাড়া ওই ভিডিওটি SynapticTV নামে একটি চ্যানেল এই দৃশ্য ধারণ করেছে।
দেখুন সেই ভিডিওটি