দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৬ খৃস্টাব্দ, ১২ ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ, ১৫ জমাদিউল আউয়াল ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি চীনের ছিয়ানতাওহু দ্বীপ। এক মনোরম দৃশ্য এটি। এমন সৌন্দর্যপূর্ণ স্থান হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। দৃশ্যটি দেখলে মনে হয় যেনো শিল্পীর তুলিতে আঁকা কোনো দৃশ্য!
চীনা ভাষায় ‘ছিয়ানতাওহু’র অর্থ হলো, ‘হাজার দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হ্রদ’। ছিয়ানতাওহু হ্রদ চীনের চেচিয়াং প্রদেশের ছুনআন জেলায় অবস্থিত। পৃথিবীতে আর কোনো হ্রদে এতো দ্বীপ রয়েছে কিনা সন্দেহ। এ-হ্রদের আরেক নাম ‘সিনআনচিয়াং জলাধার’। এখানকার নদী এবং হ্রদের পানি খুবই পরিস্কার। ভোরবেলা বা সন্ধ্যাবেলায় ঘন কুয়াশায় ঢাকা থাকে এই হ্রদটি। তখন সেখানে এক স্বর্গীয় দৃশ্যের অবতারণা ঘটে। আবার এখানকার আবহাওয়াও খুবই আরামদায়ক। পর্যটকদের জন্য একটি মনোরম স্থান এটি।
ছবি: www.amusingplanet.com এর সৌজন্যে।