দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভূমিকম্পের দীর্ঘ ১৪৮ বছর পরেও আফটার শকে কেঁপে চলেছে হাওয়াই দ্বীপপুঞ্জ নামক একটি স্থান! ১৮৬৮ সালে ৭.৯ মাত্রার এই ভূমিকম্পে একেবারে কেঁপে গিয়েছিল এই হাওয়াই দ্বীপপুঞ্জ।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, এই হাওয়াই দ্বীপপুঞ্জে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ১৮৬৮ সালে। ৭.৯ মাত্রার ভূমিকম্পে একেবারে কেঁপে যায় হাওয়াই দ্বীপপুঞ্জ। বিকেলে হওয়া কম্পনে সুনামি ধেয়ে এসেছিল। এতে করে ধস দেখা দিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন অন্তত ৭৭ জন। ওই ভূমিকম্প এতোটাই জোরালো ছিল যে, এখনও হাওয়াই দ্বীপপুঞ্জের বেশ কিছু আফটার শকে স্থান কেঁপে ওঠে। আফটার শকের কারণে ৫বার অগ্নুত্পাত হয় সেখানে।
যদিও ২০০০ সালের পর হতে কম্পনের মাত্রা কমে এলেও, এখনও হাওয়াই দ্বীপপুঞ্জে আফটার শক হয়ে চলেছে। এই এলাকায় বসবাসকারীরা অভ্যস্ত হয়ে গেছে। তাই তারা হাসি মুখে মেনে নিয়েছে এই আফটার শককে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ হলো এই হাওয়াই দ্বীপপুঞ্জ।
নেপালের ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভূমিকম্পের ভয়াবহতা কেমন হতে পারে