দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ, ২১ রজব ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি কুড়িগ্রামের চান্দামারী মসজিদ। এই মসজিদটি একটি ঐতিহাসিক মসজিদ।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নের মন্ডলপাড়ায় অবস্থিত এই মসজিদটি। সড়কপথে এটি রাজারহাট উপজেলা হতে অন্তত ৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম অবস্থিত।
তিন গম্বুজ ও তিন মিহরাব বিশিষ্ট দৃষ্টিনন্দন মোগল আমলের এই মসজিদটি। এটির নির্মাণকাল আনুমানিক ১৫৮৪-১৬৮০ খ্রিটাব্দের মধ্যবর্তী সময়। সুলতানী আমলের শিল্প বৈশিষ্ট্য এবং মোগল স্থাপত্যকলার সমন্বয় ঘটেছে এই মসজিদটিতে। যে কারণে দূর-দুরান্ত হতে বহু মানুষ আসেন ঐতিহাসিক এই মসজিদটি দেখার জন্য।