দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র থাবায় উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ২৫ জনের প্রাণহানী ঘটেছে বলে সংবাদ পাওয়া গেছে।
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ দুপুরের দিকে দুর্বল হয়ে বাংলাদেশে আঘাত হেনেছে। ৮০ হতে ৮৮ কিমি বাতাসের গতিবেগ নিয়ে পেরিয়ে চলেছে বাংলাদেশের উপকূল অঞ্চল। আজ (শনিবার) দুপুরের দিকে চট্টগ্রাম উপকূলে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে আঘাত হানে। তবে ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জেলায় ঘটে গেছে অনেকগুলো দুর্ঘটনা। এ পর্যন্ত ঘূর্ণিঝড়ে ২৫ জনের মৃত্যুর খবর এসেছে।
দুর্গত এলাকায় ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র ছোবলের ব্যাপক চিহ্ন রয়েছে। কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়িঘর ছাড়াও গবাদিপশু-পাখিসহ উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে।
বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বহু মানুষ আশ্রয় গ্রহণ করেছে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য-পানি সরবরাহ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতির নিরূপণের পর দুর্যোগ পরবর্তী কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানানো হয়েছে।