দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১১ জুন ২০১৬ খৃস্টাব্দ, ২৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ, ৫ রমজান ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি রাজশাহীর পুঠিয়া মন্দিরের ছবি। এই মন্দিরটি অত্র অঞ্চলের একটি ঐতিহাসিক নিদর্শন।
উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রাজশাহীর যে স্থানটি পর্যটকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে থাকে সেটি হলো পুঠিয়ার ঐতিহাসিক মন্দির।
রাজা পিতাম্বর মূলতঃ: পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি ষষ্ঠদশ শতাব্দীর শেষভাগের দিকে এবং সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে রাজশাহীর পুঠিয়ায় রাজধানী স্থাপন করেন। একাধিক সুদৃশ্য ইমারত নির্মাণসহ জলাশয় খনন করেন তিনি।
এর ইতিহাস থেকে জানা যায়, ১৮২৩-১৮৩০ খৃস্টাব্দে রাণী ভূবনময়ী বিশাল একটি জলাশয়ের সম্মুখে ভূবনেশ্বর শিবমন্দির নির্মাণ করেন। এটি পঞ্চরত্ন শিবমন্দির নামেও বিশেষভাবে পরিচিত। বাংলাদেশে বিশালাকারের সুউচ্চ ও বহু গুচ্ছচূড়া বিশিষ্ট শিবমন্দিরগুলোর মধ্যে পুঠিয়ার পঞ্চরত্ন শিবমন্দিরটি স্থাপত্যশৈলীতে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি স্থাপত্য নির্দশন হিসেবে খ্যাত।
ছবি ও তথ্য: www.bd-traveler.com এর সৌজন্যে।