দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি ফ্ল্যাশড্রাইভের সাধারণত একটি ইউএসবি পোর্ট থাকে। সনির নতুন এই ফ্ল্যাশড্রাইভে রয়েছে দুটি ইউএসবি পোর্ট যার একটি টাইপ-সি ও আরেকটি টাইপ-এ।
ইউএসবি ৩ দশমিক ১ এর পোর্টগুলো প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১৩০ মেগাবাইট গতিতে ফাইল স্থানান্তর করতে সক্ষম।
সনির নতুন ডুয়েল পোর্টের ফ্ল্যাশ ড্রাইভে বিভিন্ন ডিভাইসে ফাইল স্থানান্তরের সুবিধার্থে দুটি পোর্ট যোগ করা হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, মেটাল বডির এই ফ্ল্যাশড্রাইভটি ঢেকে দেওয়া হয়েছে মূলত সিলিকনের প্রলেপ দিয়ে। দেখতে সুন্দর এবং বেশ পাতলা এই ড্রাইভটি সহজে বহনযোগ্য। এই ফ্ল্যাশড্রাইভটি অ্যাপলের ১২ ইঞ্চি ম্যাকবুক, ডেস্কটপ, স্মার্টফোন ও ট্যাবলেটে ফাইল স্থানান্তর করতে সক্ষম।
১৬, ৩২ ও ৬৪ জিবি তিন ধরনের ধারণক্ষমতা ডুয়েল পোর্টের এই ফ্ল্যাশড্রাইভগুলোতে রয়েছে। সনি বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে এসব ফ্ল্যাশড্রাইভ।
ভারতীয় বাজারে ১৬ জিবি স্টোরেজের ফ্ল্যাশড্রাইভের দাম ধরা হয়েছে ১,৯৯৯ রুপি, ৩২ জিবির দাম ৪,০৯৯ রুপি এবং ৬৪ জিবির দাম রাখা হয়েছে ৭,০৯৯ রুপি।
নতুন এই ফ্ল্যাশড্রাইভে ইন্টারফেস : ইউএসবি তিন দশমিক ১ জেন ১, পোর্ট টাইপ : ইউএসবি টাইপ-সি, ইউএসবি টাইপ-এ এবং ট্রান্সফার স্পিড (রিড) : সর্বোচ্চ ১৩০এমবি/এস (ইউএসবি টাইপ-সি এবং টাইপ-এ) আর এটির ওজন : মাত্র ৫ গ্রাম।