The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অবুঝ এক শিশু হাতে তুলে নিলো সাপ! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিশুরা না বুঝেই অনেক কিছুই করে বসে। তবে এবার যে কাজটি এক শিশু করেছে সেটি রীতিমতো ভয়ংকর এক কাজ। অজান্তেই সাপ ধরে ফেলে এক শিশু!

Snakes & child

ওই শিশুটি সাপটি ধরার পর এমন একটা ভাব ছিলো আর তাহলো ‘দেখো আমি কী পেয়েছি!’- হুট করে বিশাল এক সাপ হাতে তুলে নেয় ছোট্ট একটি মেয়ে। বাবার সঙ্গে ঘুরতে গিয়ে মেয়েটি ভেবেছিল নিজেই কিছু একটা আবিষ্কার করে বাবাকে চমকে দেবেন। অথচ তার বাবা বোধ হয় কল্পনাও করেনি যে তার মেয়ে এমন একটা কাজ করে বসবে।

ক্যামেরা তাক করে তিনি মেয়ের আনন্দিত মুখের ছবি তুলছিলেন। আর তখন ঘটে যায় এই কাণ্ড। ছোট্ট মেয়েটি ভেবেছিল এটা কোন ব্যাপারই নয়। ভিডিওতে দেখা যাবে, মেয়েটি সাপ দুই হাতের মুঠোয় চেপে ধরার পর কেমন কিলবিল করছিলো সাপটি। ভিডিওটি দেখলে আপনি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন।

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...