The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

রাস্তার ক্ষিপ্ত বুনো হাতিকে এক ধম দিয়ে জঙ্গলে ফেরালো এক শিশু! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকটা সেলুলয়েডের দৃশ্য। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি এবং মানুষের দিকে ধেয়ে আসছে এক বন্য হাতি। অত্যন্ত হিংস্র এবং ক্ষিপ্তও। তাকে ফেরালো এক শিশু!

A wild elephant

রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি এবং মানুষের দিকে ধেয়ে আসছে এক বন্য হাতি। আক্রমণের যেণো শেষ মুহূর্ত। সকলেই ভাবছেন এবার বোধহয় আর বাড়ি ফেরা হলো না তাদের। শেষ পর্যন্ত মনে হয় হাতির হানাতেই প্রাণ হারাতে হবে আজ!

কিন্তু হত বিহ্বল হলো সবাই পরের ঘটনাগুলো দেখে। এমন ঘটনা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। রাস্তার পাশের জঙ্গল হতে বেরিয়ে এসেছিল হাতিটি। আক্রমণের উদ্দেশেই হয়তো। ঠিক সেই মুহূর্তে সামনে এলো এক শিশুকন্যা। বছর সাতেক বয়স তার। সরাসরি হাতিটির সামনে চলে গেলো শিশুটি। হাত উঁচিয়ে বিশালকায় এই প্রাণীটিকে লাগালো জোরো এক ধমক- ‘এখুনি ফিরে যা, নইলে বুঝবি মজা!’ ধমক দেওয়া মাত্রই মাথা নিচু করে জঙ্গলে মিলিয়ে গেলো হাতিটি। এমন একটি দৃশ্য দেখে হতবাক হলো রাস্তা দাঁড়িয়ে থাকা যাত্রীরা।

তবে এটি কোনো সিনেমার গল্প নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। আশ্চর্য এই ঘটনার ভিডিওটি নিজ চোখে দেখলে তবেই বুঝতে পারবেন!

দেখুন ভিডিও

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...