The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

চীনের হুয়াংহো বদ্বীপের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬ খৃস্টাব্দ, ১১ শ্রাবণ ১৪২৩ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

CP-01

ছবিটি চীনের হুয়াংহো বদ্বীপের অসাধারণ প্রাকৃতিক উপভোগ্য এক দৃশ্য। সত্যিই চমৎকার এক দৃশ্য।

চীনা জাতির মাতৃনদী- হুয়াংহো নদীর মোহনায় রয়েছে এমন সুন্দর বদ্বীপ। সেখানকার ভূমিগুলো বিশাল, সম্পদ সমৃদ্ধ ও প্রাকৃতিক পরিবেশ বৈশিষ্ট্যময়।

নদী ও সমুদ্র সংলগ্ন স্থান এটি। পাখিরা সেখানে বসবাস করে ও আহারের সন্ধান করে; জলাভূমি ও গাছগাছড়া প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে এখানে। এর আদুরে ভূমিতে রয়েছে একটি তরুণ শহর-তোং ইং। তোং ইং হলো চীনের দ্বিতীয় বৃহত্তম তেল শিল্প ঘাঁটি।

সেইসঙ্গে জাতীয় পর্যায়ের প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল এবং নতুন প্রাকৃতিক জলাভূমি থাকা এই শহরটি ভ্রমণের জন্য একটি সুন্দরতম স্থান।

ছবি: bengali.cri.cn এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...