দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘রক্ত’ সিনেমার বহুল আলোচিত ব্যয় বহুল আইটেম গান ‘ডানাকাটা পরী’ মুক্তির পরেই সানি লিওনকে নকলের অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে যে, বলিউড অভিনেত্রী সানি লিওনের ‘সুপার গার্ল ফ্রম চায়না’ গানের সুরের সঙ্গে মিলে গেছে পরীমনির ‘ডানাকাটা পরী’র এই গানটি।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পরীমনি ও সানি লিওন দু’জনেরি কণ্ঠে কণ্ঠ দিয়েছে ভারতীয় সংগীতশিল্পী কনিকা কাপুর। ‘সুপার গার্ল ফ্রম চায়না’র সুর ও সংগীতও তারই! তবে একই সুরে এবার পরীমনির গানে কণ্ঠ দিয়ে আলোচনায় এসেছেন ৩৮ বছর বয়সী ওই তারকা। ‘পরী’ গানে কনিকার সঙ্গে কোলকাতার সংগীতশিল্পী আকাশও কণ্ঠ দিয়েছেন। কম্পোজারও করেছেন তিনিই। তবে গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। ‘পরী’ গানেরনৃত্য পরিচালনা করেছেন কোলকাতার বাবা যাদব।
উল্লেখ্য, শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করে। মুক্তি পাওয়ার পর ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে পরীমনির ব্যয়বহুল এই গানটি।
দি ঢাকা টাইমস এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়: ‘রক্ত’ ছবির জন্য পরীমনি যেভাবে অ্যাকশন লেডি হলেন! [ভিডিও]