দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তিন বছরের বেশি সময় ধরে বালামের কোনো একক অ্যালবাম পায়নি তার ভক্তরা। বালামের সর্বশেষ একক অ্যালবাম “বালাম-৩” বাজারে এসেছিল মার্চ ২০১০ সালে। এরপর বালাম বেশ কয়েকবার একক অ্যালবাম বাজারে আনার ঘোষণা দেন, কিন্তু কথা রাখতে পারেননি তিনি। এ বছর পহেলা বৈশাখেই তার চতুর্থ একক অ্যালবাম ‘ভুবন’ প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে “ভুবন” এর প্রকাশনা পিছিয়ে দেওয়া হয়। বালাম জানান, জুনে অ্যালবামটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
‘ভুবন’ অ্যালবামে সবমিলিয়ে থাকছে ১০টি গান। বেশিরভাগ গানের কথা লিখেছেন জাহিদ পিন্টু। অবশ্য কিছু গান বালাম নিজেও লিখেছেন। অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বালাম নিজেই। ‘ভুবন’ অ্যালবামের গানগুলোর শিরোনাম হচ্ছে ‘ও আকাশ’, ‘অচিন’, ‘জানলে না’, ‘একটু শোনো না’, ‘অনুতাপ’, ‘লুকোচুরি-২’, ‘স্বপ্ন’, ‘দিয়ো না ফিরিয়ে’, ‘ডানা মেলে’ ও ‘দিন চলে যায়’।
বালাম বলেন, “দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে যেটা অ্যালবামটির প্রকাশনার সময় পরিবর্তনের প্রধান কারণ, তারপরও অ্যালবামটি তৈরির পর আরও কিছু আনুষঙ্গিক প্রস্তুতির প্রয়োজন ছিল যা বাকি রয়ে গেছে তাই সবমিলিয়ে আমি পয়লা বৈশাখে ‘ভুবন’ অ্যালবামটি প্রকাশ করতে চাইনি। অবশ্য আসছে জুনে অ্যালবামটি প্রকাশের ইচ্ছা রয়েছে আমার।” তিনি আরো জানান, “নিজের মনের মতো গান তৈরি করতেই এত সময় নেওয়া। শ্রোতারা গানগুলো শুনলেই তা টের পাবেন।”
আগের অ্যালবাম গুলোতে পপ ধারার গান বেশি থাকলেও এবার তা থাকছেনা। বরং নতুন অ্যালবামে অ্যাকুস্টিক সাউন্ডের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন বালাম। তিন বছরেরও বেশি সময় বালামের নতুন অ্যালবাম না থাকায় বালাম সময় নিয়ে গানগুলো তৈরি করেছেন। অ্যালবামটির ১০টি গানের সুর ও সংগীত ঠিক করা হয়ে গেলেও অ্যালবামটি কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান বালাম।