The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বালাম-সুজানার নতুন মিউজিক ভিডিও ‘হঠাৎ’ [ভিডিও]

এই গানটি লিখেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিন পর আবারও নতুন গান এবং মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী বালাম। তাঁর নতুন গানের শিরোনাম ‘হঠাৎ’।

বালাম-সুজানার নতুন মিউজিক ভিডিও ‘হঠাৎ’ [ভিডিও] 1

এই গানটি লিখেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীতায়োজনও করেছেন বালাম নিজেই।

বালামের নতুন এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পরাগ এবং ভাস্কর। ভিডিওটি সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশও পেয়েছে। এতে মডেল হিসেবে বালামের পাশাপাশি সুজানা জাফরকেও দেখা গেছে। যাতে দুই তারকার রসায়ন প্রশংসিত বেশ হয়েছে।

নতুন গান সম্পর্কে বালাম বলেছেন, ‘তাহসান ভাইয়ের লেখা গানের কথাগুলো খুব চমৎকার। নান্দনিক দৃশ্যে ভিডিও নির্মাণ করা হয়েছে। মূলত গানের জন্যই মডেল হিসেবে সামনে আসা। আমার বিশ্বাস দর্শক-শ্রোতাদেরও খুব ভালো লাগবে নতুন এই মিউজিক ভিডিওটি।’

বালাম-সুজানার নতুন মিউজিক ভিডিও ‘হঠাৎ’ [ভিডিও] 2

আরও কয়েকটি নতুন গান নিয়ে কাজ শুরু করেছেন বালাম। শীঘ্রই এসব গানের ব্যাপারে বিস্তারিত জানাবেন।

দেখুন মিউজিক ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...