দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিরিয়া ও ইরাকে এক সময় প্রত্যেক মহিলার মুখ ঢাকা রাখা বাধ্যতামূলক করেছিল। এবার নিরাপত্তার অজুহাতে আইএসই সেই বোরখা নিষিদ্ধ করলো!
সিরিয়া ও ইরাকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা স্থানে একসময় প্রতিটি মহিলার মুখ ঢাকা রাখার জন্য বোরখা পরা বাধ্যতামূলক করেছিল ইসলামিক স্টেট (আইএস)। এবার তারা আবার নিরাপত্তার অজুহাতে সেই বোরখা নিষিদ্ধ করেছে।
ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ইরাকের মসুলে নতুন করে এই নিয়ম চালু করেছে আইএস। কারণ হলো সেই বোরখা এখন নাকি তাদের মৃত্যুর কারণ হয়ে দেখা দিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন সদস্য ছদ্মবেশী বোরখাধারীর আক্রমণে নিহত হয়। যে কারণে এখন থেকে আর ঝুঁকি নিতে রাজি নয় আইএস।
এখন থেকে নতুন নিয়ম করা হয়েছে যে, এখন থেকে কেও নিরাপত্তা সেন্টারে ঢুকতে গেলে মুখ হতে পা পর্যন্ত ঢাকা কালো বোরখাই যথেষ্ট। এই বোরখাতে পৃথকভাবে কাপড়ে মুখ ঢাকার প্রয়োজন পড়বে না। তাছাড়া কালো কাপড়ের মধ্যেদিয়ে মুখও বোঝা যায় পরিষ্কার। যে কারণে নিজেদের বাঁচাতেই শেষ পর্যন্ত এই নতুন নিয়ম চালু হলো ইরাকের মসুলে!