দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এইচএসবিসি ব্যাংকের ব্যবসায় গ্রাহকরা এখন নিজেদের সেলফি দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খুলতে আবেদন প্রক্রিয়া সহজ করতে এই ব্যবস্থা আনছে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানটি।
খবরে বলা হয়, গ্রাহকদের নিজ ফোন হতে একটি সেলফি তুলে পাঠাতে বলা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার-এর মাধ্যমে ওই সেলফি শনাক্ত করে গ্রাহকের জমা এবং অর্থ উত্তোলনের কাজ সম্পন্ন করবে।
অভিনব এই পদ্ধতিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সেইসঙ্গে একটি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স-এর ছবিও প্রয়োজন হবে বলে জানানো হয়েছে সংবাদ মাধ্যমকে।
এ বিষয়ে এইচএসবিসি’র গ্লোবাল প্রোপজিশনস ফোর কমার্শিয়াল ব্যাংকিং প্রধান রিচার্ড ডেভিস বলেছেন, ‘আইডি যাচাই পদ্ধতি সহজ করার মাধ্যমে, আমাদের ব্যবসায় গ্রাহকদের সময় বাঁচাতে পারবো আর দ্রুত অ্যাকাউন্ট খুলতে পারবো।’
উল্লেখ্য, এই ব্যাংকটি বর্তমানে গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট ও ভয়েস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে আসছে।