দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হলিউডের হাটথ্রব অভিনেত্রী এঞ্জেলিনা জোলি, তার দৈহিক সৌন্দর্যে বিমোহিত বিশ্বের সবাই তবুও ঝুঁকিপূর্ণ জিনের কারণে ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কায় উভয় স্তনই অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন অস্কার বিজয়ী এই অভিনেত্রী । নিউইয়র্ক টাইমস পত্রিকায় ‘মাই মেডিকেল চয়েস’ শীর্ষক এক লেখায় এ খবর জানিয়েছেন ৩৭ বছর বয়সী জোলি।
স্তন অস্ত্রোপচারের পিছনের কারণ ব্যাখ্যা দিয়ে বলেন- চিকিৎসকরা তাকে স্তন ক্যান্সারের ৮৭% এবং গর্ভাশয়ের ৫০% ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন। তারপর তিনি এই ঝুকি এড়াতে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।তার এই চিকিৎসা প্রক্রিয়া ফেব্রুয়ারিতে শুরু হয় এবং শেষ হয় এপ্রিলের শেষের দিকে।
মাই মেডিকেল চয়েস’ শীর্ষক এক নিবন্ধে জোলি বলেন -তার মা প্রায় এক দশক ধরে ক্যান্সারে সাথে যুদ্ধ করেন এবং ৫৬ বছর বয়সে মারা যান। একই অসুখে যেন তার সন্তানদের একা রেখে তার মায়ের মতো মারা যেতে না হয়, সেজন্য তিনি এই আগেই এই সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছেন।
তিনি বলেছেন, ‘ সত্য কথা হলো আমি ত্রুটিপূর্ণ জিন ‘বিআরসিএওয়ান‘ বহন করছি। যাতে আমার স্তন ক্যানসার ও ওভারি ক্যানসার হওয়ার ঝুকিঁ বাড়ছে। আমি যখন এই বিষয়টি জানতে পারি তখন আমি উভয় স্তন অপসারণ করার সিদ্ধান্ত নেই। এই খুবই জটিল অস্ত্রোপচার এবং এজন্য নয় সপ্তাহ সময় লাগে।’ এই অস্ত্রোপচারের ফলে তার স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি ৮৭ শতাংশ থেকে ৫ শতাংশ কমে গেছে।
পুরো প্রক্রিয়ায় সহায়তার জন্য জীবনসঙ্গী হলিউড তারকা ব্রেড পিট ধন্যবাদ জানান তিনি। তিনি জানান, তার জীবনসঙ্গী হলিউডের আরেক তারকা ব্রেড পিট এ পুরোটা সময় তার পাশে থেকে তাকে সমর্থন যুগিয়ে গেছেন। তাই ভালবাসা ও সমর্থনের জন্য পিটকেও ধন্যবাদ জানিয়েছেন জোলি।
জোলি আরো বলেছেন, ‘আমি প্রত্যেক মহিলাকে উৎসাহ দিতে চাই বিশেষ করে যাদের পরিবারে স্তন ও ওভারি ক্যানসারের ইতিহাস আছে। আপনারা তথ্য খুঁজে বের করেন এবং চিকিৎসকের কাছে যান, যারা আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন !
তথ্যসূত্রঃ বিডিনিউজ24