দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন ছিলো ১০ নভেম্বর। এই উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউটিউবে উন্মুক্ত হলো মিমের ‘আমি তোমার হতে চাই’ ছবির ‘বেপরোয়া মন’ গানের ভিডিও।
এর আগের দিন ৯ নভেম্বর সন্ধ্যায় ইউটিউবে আসে গানটির প্রোমো। এই প্রচারের মাধ্যমে ছবিটির প্রচারণা শুরুর ঘোষণা দেন পরিচালক অনন্য মামুন।
বৃহস্পতিবার ভোরে মিমকে শুভেচ্ছা জানিয়ে পরিচালক অনন্য মামুন ফেসবুকে বলেন, “মিমের জন্য ‘বেপরোয়া মন’ হলো লাইভ টেকনোলোজিস ও অনন্য মামুন টিমের পক্ষ হতে বিশেষ উপহার।”
এই ছবিতে মিমের বিপরিতে নায়ক হিসেবে রয়েছেন বাপ্পি চৌধুরী। এই গানটিতে ঠোঁট মিলিয়েছেন তিনিই। এটি গেয়েছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। প্রোমোতে হাবিব অভিজ্ঞতা ভাগাভাগি করেন। এর কথা লিখেছেন কোলকাতার ঋদ্ধি। আর নৃত্য পরিচালনা করেছেন শঙ্করাইয়া।
ইতিপূর্বে এই ছবিটির ‘ও সুন্দরী রে’ শিরোনামের একটি গানের ভিডিও প্রকাশ পায় ইউটিউবে। ‘আমি তোমার হতে চাই’ প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। সম্প্রতি কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি।
ছবিটির একটি আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন এবং সোমেশ্বর অলি। আগামী মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আমি তোমার হতে চাই’ ছবিটি।
‘বেপরোয়া মন’ গানের ভিডিওটি দেখুন