দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তথ্য প্রযুক্তির এই প্রতিযোগিতার যুগে স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেড’ বাজারে এনেছে জেলটা এফএইচ৬০ মডেলের দীর্ঘস্থায়ী ব্যাটারির সাশ্রয়ী মোবাইল!
অত্যন্ত আকষর্ণীয় ডিজাইনের এই হ্যান্ডসেটটিতে রয়েছে:
# ২.৮ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে
# ৩২ মেগা রম+৩২ মেগা র্যাম
# ১৬ জিবি পর্যন্ত মেমোরি সুবিধা
# ডুয়েল সিমের এই ফোনটির ব্যাটারি ২৮০০ মিলিঅ্যাম্পায়ার।
এই সেটটিতে রয়েছে এফএম রেডিও, ভিডিও, কল রেকর্ডার, ব্লুটুথ, টর্চ সুবিধা। এক বছরের ওয়ারেন্টিসহ সোনালী, কালো এবং লাল রঙের সাশ্রয়ী মূল্যের এই হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে সারাদেশে। তবে দামের বিষয়ে কিছুই জানানো হয়নি।